ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৩৩

মেয়ের বাবা হলেন রোনালদো, মারা গেল ছেলে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৬ ১৯ এপ্রিল ২০২২  

দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হচ্ছেন বলে গত ২৮ অক্টোবর  সুখবর জানিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (১৮ এপ্রিল) ছিল সেই মাহেন্দ্রক্ষণ। রোনালদো এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের জন্য দিনটি হতে পারতো অফুরান আনন্দের। কিন্তু জন্ম নেওয়ার আগে গর্ভেই মারা গেল তাদের যমজ সন্তানের একজন।

 

সোমবার (১৮ এপ্রিল) রাতে ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে নিজের মেয়ে হওয়ার খবর জানিয়েছেন রোনালদো। একইসঙ্গে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানিয়েছেন, তার ছেলের মারা যাওয়ার খবরটিও, যা দেখে শোকের সাগরে ভাসছে গোটা ক্রীড়াঙ্গন।

 

টুইটারে এক বিবৃতিতে রোনালদো লিখেছেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছোট্ট ছেলে না ফেরার দেশে চলে গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটি সবচেয়ে বড় কষ্টের খবর।’

 

তবে মেয়ের জন্মের মাধ্যমে সেই শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চারের চেষ্টা করছে রোনালদোর পরিবার। পর্তুগিজ স্ট্রাইগারের ভাষায়, ‘শুধুমাত্র মেয়ের জন্মের খবরটিই আমাদেরকে শক্তি দিচ্ছে এই মুহূর্ত শোক কাটিয়ে উঠতে এবং কিছু আনন্দের সময় কাটাতে।’

 

এসময় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও লিখেছেন, ‘আমরা চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাতে চাই। তারা দারুণ সেবা ও সহযোগিতা করেছেন। ছেলের মৃত্যুতে আমরা শোকে নিমজ্জিত। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।’

 

শেষ করার আগে নিজের ছেলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে রোনালদো লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে, তুমি আমাদের নক্ষত্র। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর