ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৮৭

শোভাযাত্রায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা, মাথায় পড়েছে ৩ সেলাই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৪ ২২ সেপ্টেম্বর ২০২২  

অসুস্থ হয়ে পড়েছেন বাফুফে ভবনের উদ্দেশে যাওয়া সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। শোভাযাত্রা থেকে তাকে ইতোমধ্যে হাসপাতালে নেয়া হয়েছে। তবে কোন হাসপাতালে নেয়া হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।

 

ছাদখোলা বাসে উদযাপনরত অবস্থায় বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পান উচ্ছ্বসিত ঋতুপর্ণা। এ অবস্থায় টিম বাস থেকে নামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে। ঋতুপর্ণার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জল।

 

এর আগে, দুপুর ১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাফজয়ী নারী ফুটবলাররা। সেখানে তাদেরকে সংবর্ধণা দেয়ার পর ছাদখোলা বাসে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হন তারা। পথিমধ্যে ভক্ত-সমর্থক ও আপামর ফুটবলপ্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও কলাকুশলীরা।

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর