ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৮

সাকিবকে না পেয়ে ক্ষোভ ঝাড়লেন পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৭ ১১ মে ২০২২  

করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। প্রয়োজনের সময় তাকে না পেয়ে আরো একবার ক্ষোভ ঝাড়লেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, যখন দরকার হয় তখন সাকিবকে পায় না দল।

 

তিনি বলেন, সাকিব না থাকায় আমাদের একজন ব্যাটসম্যান কম খেলাতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন আমরা শুধুমাত্র প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।

 

তিনি আরও বলেন, সাকিব না থাকলে বোলিং বিভাগের শক্তি কমে যায়। তার ওপর এবার দলের সেরা পেসার তাসকিন আহমেদকেও পাওয়া যাচ্ছে না। এটি অবশ্যই দলের জন্য একটা বড় ধাক্কা। দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর