ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৬০

সাবিলার ‘ব্রেকআপ বয়’ জোভান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ১১ ফেব্রুয়ারি ২০২১  

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো নাটক ‘ব্রেকআপ বয়’। কুদরত উল্লাহর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, কায়েজ চৌধুরি, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহা প্রমুখ।

 

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ব্রেকআপ বয় নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।

 

সাবিলা নূর বলেন, ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।

 

নির্মাতা নবী জানান, কুদরত উল্লাহর চিত্রনাট্যে ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। এই নাটকটির গল্প ও চিত্রনাট্যও বেশ ভালো হয়েছে। সবসময় আমার নির্মা‍ণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি ভালোবাসা দিবসে এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছুই দশর্ক দেখতে পাবেন। বিগ বি এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে প্রচার হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর