ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৮৯

সিরিজ শেষ শরিফুলের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১২ ১৯ মে ২০২২  

হাতের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুধু এই টেস্টেই নয়, ঢাকা টেস্টেও তাঁকে পাবে না বাংলাদেশ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। শরিফুলের বদলে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

 

বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে শরিফুল ডান হাতে ব্যথা পান। এরপরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।

 

শরিফুল রিটায়ার্ড হার্ট হলে ৪৬৫ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১১ বলে ৩ রান করেছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২০ ওভারে তিন মেইডেনসহ ৫৫ রান খরচ করেন শরিফুল। তবে ছিলেন উইকেট-শূন্য।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর