ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
১০৭৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ২১ মার্চ ২০১৯  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার দেশটির দাম্মামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বাগেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। আহত ব্যক্তির নাম খোরশেদ আলম তপন। তিনি ফেনীর বাসিন্দা।

গেল বুধবার স্থানীয় সময় সকালে তারা ব্যবসায়িক কাজে রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। রিয়াদ- দাম্মাম মহাসড়কের মাঝামাঝি আল হারুব এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বাংলাদেশি বিনিয়োগকারী ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করেন।

ওই দুর্ঘটনায় শাহীনের ম্যানেজার খালেদও নিহত হয়েছেন। তিনি পাকিস্তানের নাগরিক।

আহত খোরশেদ আলম তপন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক। তিনি গুরুতর আহত অবস্থায় আল হামাদি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রবাস বিভাগের পাঠকপ্রিয় খবর