ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৪১৪

হিরো আলমের ছবিতে গান গাইবেন রানু মন্ডল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ৫ নভেম্বর ২০২১  

কলকাতার কণ্ঠশিল্পী রানু মারিয়া মন্ডল এবং বাংলাদেশের হিরো আলম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। হিরো আলমের সিনেমার জন্য গান গাইবেন রানু মন্ডল। হিরো আলম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

রানু মন্ডলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন হিরো আলম। আলাপচারিতার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হিরো আলম বলেন,‘রানু মণ্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার সিনেমায় দুটি গান গাওয়ার জন্য সম্মতি দিয়েছেন। আশা করি, তার গানগুলো সবাই গ্রহণ করবেন।’
হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। এ সিনেমায় রানু মন্ডলের গাওয়া গানব‌্যবহার করা হবে।

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মন্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর