ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৮৫০

১৩৬ রানে অলআউট শ্রীলংকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ১ জুন ২০১৯  

বিশ্বকাপের তৃতীয় দিনের প্রথম এবং টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ২৯. ওভারে আউট হয়ে যায় লংকানরা।

কার্ডিফের ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নেমেই নিউজিল্যন্ড বোলারদের তোপের মুখে পড়ে উপমহাদেশের দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন ওপেনার হিসেবে খেলতে নামা অধিনায়ক দিমুথ করুনারত্নে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওয়ানডাউনে নামা কুশল পেরেরা, তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন থিসারা পেরেরা। তিনজন ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন ম্যাট হেনরি। ফার্গুসন ওভার বোলিং করে ২২ এবং হেনরি ওভারে দেন ২৯ রান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর