ঢাকা, ০৭ সেপ্টেম্বর রোববার, ২০২৫ || ২২ ভাদ্র ১৪৩২
good-food
৪৩৬

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫০ ১৭ নভেম্বর ২০২১  

ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। আগামী আট বছরের ক্রিকেট সূচি নির্ধারণে সম্প্রতি বৈঠক করে আইসিসি। সেখানেই বিষয়টি নির্ধারিত হয়।

 

এ বৈঠকে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের বৈশ্বিক ইভেন্টের আয়োজক দেশ ও সময় নির্ধারণ হয়। সে অনুযায়ী ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ও ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে।

 

এসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুধু ওয়ানডে বিশ্বকাপটিই আয়োজনের সুযোগ পেয়েছে। সেখানে আরও দুটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকাকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে তারা। আর ২০২৯ সালের অক্টোবরে এককভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত। 

 

ডি/

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর