ঢাকা, ০৮ নভেম্বর শনিবার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৩৬৪

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ১৫ মে ২০২১  

চলতি বছরই অক্টোবর ও নভেম্বরে ভারতের মাটিতে হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। কিন্তু ভারতে করোনা ভাইরাসের প্রকোপে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট কোথায় আয়োজিত করা যায় তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

 

ভারতের পরিবর্তে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। আর আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এর মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করে দিল আইসিসি।

 

 বিশ্বকাপ দল সংখ্যায় পরিবর্তন এনেছে আইসিসি।  ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ফের বাড়াতে চলেছে সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দলে বেড়ে হতে পারে ২০। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে এই পদক্ষেপ।

 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরো বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে একাধিক পরিকল্পনা করেছে আইসিসি। তার মধ্যে অন্যতম হলো, আরও বেশি দেশে ক্রিকেটের প্রসার ঘটানো।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর