ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৫২

৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৪ ২০ অক্টোবর ২০২২  

সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত ক্রিকেট দল। ইতোমধ্যে এ সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছবে ভারতীয় ক্রিকেট দল। সফরে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট  খেলবে তারা। সফর শেষ হবে ২৬ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

 

সফর শুরু হবে ওয়ানডে দিয়ে। ৩ ওয়ানডেই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট গড়াবে মিরপুরে।

 

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে ভারতীয় দল। সেবার টাইগারদের কাছে সিরিজ হারে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন দল। ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয় করে লাল সবুজরা।

 

ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের দুর্ধর্ষ বোলিংয়ে তছনছ হয় ভারতের ব্যাটিং লাইনআপ। একইসঙ্গে একমাত্র টেস্টের সিরিজটি হয়েছিল ড্র।

 

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

১ ডিসেম্বর: ঢাকায় ভারতীয় দলের আগমণ
৪ ডিসেম্বর: প্রথম ওয়ানডে, মিরপুর
৭ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
১০ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে, মিরপুর
 

 

১৪-১৮ ডিসেম্বর: প্রথম টেস্ট, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, মিরপুর
২৭ ডিসেম্বর: ভারতীয় দলের ঢাকা ত্যাগ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর