ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৬৭১

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার কোহলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫২ ১০ এপ্রিল ২০১৯  

২০১৮ সালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির নাম প্রকাশ করেছে দ্য উইজডেন আলমানাক। তৃতীয়বারের মতো বছরের অন্যতম সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

গেল বছর তিন ফরম্যাটের ক্রিকেটে ২ হাজার ৭৩৫ রান সংগ্রহ করেন ডানহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় অধিনায়ক।

পাঁচ টেস্টের সিরিজে ৫৯. গড়ে ৫৯৩ রান সংগ্রহ করেন কোহলি। পাঁচটি টেস্ট শতক নামের পাশে নিয়ে বছর শেষ করেন বিশ্বসেরা ব্যাটসম্যান।

কোহলি ব্যতীত শুধু দুইজন ক্রিকেটার পুরস্কার তিনবারের বেশি পেয়েছেন। ডন ব্র্যাডম্যান ১০বার এবং জ্যাক হবস আটবার পেয়েছেন উইজডেনের পুরস্কার।

এছাড়া কোহলি বছরের পাঁচ উইজডন ক্রিকেটারের একজন হিসেবেও বিবেচিত হয়েছেন। বাকি চারজন হলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ট্যামি বিউমন্ট, পুরুষ দলের ক্রিকেটার জস বাটলার, স্যাম কারান ররি বার্নস।

ইংলিশ মৌসুমে ক্রিকেটারদের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচন করা হয় বছরের পাঁচ উইজডেন ক্রিকেটার। ১৮৮৯ সাল থেকেই ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করে আসছে প্রতিষ্ঠানটি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর