ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৯৩

অধিনায়কত্ব হারালেন আসগর আফগান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৯ ৫ এপ্রিল ২০১৯  

দেশের সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক আসগর আফগানকে তিন ফরম্যাটের দায়িত্ব থেকেই সরিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার জায়গায় টেস্টে রহমত শাহকে, টি-টোয়েন্টিতে রশিদ খানকে   ওয়ানডেতে গুলবাদিন নাইবকে অধিনায়ক করা হয়েছে।

এছাড়া তিন ফরম্যাটে সহঅধিনায়কের নামও ঘোষণা করেছে এসিবি। টেস্টে হাসমতউল্লাত শাহেদী, ওয়ানডেতে রশিদ টি-টোয়েন্টিতে শফিকুল্লাহ শফিককে ডেপুটির দায়িত্ব দেয়া হয়েছে।

২০১৫ সালের শুরুর দিকে আফগানিস্তানের অধিনায়ক হন আসগর। অলরাউন্ডার মোহাম্মদ নবীর পরিবর্তে দায়িত্ব পান তিনি। সরে যাওয়ার আগ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে ৫৬ ওয়ানডেতে ৩১ জয় ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭ জয় এনে দেন ৩১ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার।

আফগানিস্তানের ঐতিহাসিক অভিষেক টেস্টসহ এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচে অধিনায়কত্ব করেন আসগর। তার হাত ধরেই ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের স্বাদ পান আফগানরা।  ভারতের বিপক্ষে প্রথমটি হারলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নেন তারা।

২০০৯ সাল থেকে আফগানিস্তান দলের নিয়মিত সদস্য আসগর। টেস্টে ১০৩, ৯৯ ওয়ানডেতে ২ হাজার ১৩ ৫৯টি-টোয়েন্টিতে ১ হাজার ৫৬ রান করেছেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর