ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩৫২

অবশেষে দল পেলেন মাশরাফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫০ ১৭ নভেম্বর ২০১৯  

অবশেষে দল পেলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশি ক্রিকেটারদের চতুর্থ রাউন্ডে এসে তাকে দলে টেনেছে ঢাকা প্লাটুনস। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি।
নিষেধাজ্ঞার কারণে এবারের নিলামে নেই পঞ্চপাণ্ডের একজন সাকিব আল হাসান। প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুনস। মুশফিককে খুলনা টাইগার্স এবং মাহমুদউল্লাহকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের ফার্স্ট সেটে প্রথম ডাকেই তাকে দলে টানে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে আয়োজিত হচ্ছে এবারের বিপিএল। নতুন করে সাতটি দল অংশ নিচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশেষ আসরে। 
২০১৯ বিপিএলের সাত দলের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি হোটেলে। 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদেশিদের মধ্যে আরো দল পেয়েছেন, থিরাসরা পেরেরা,  ল্যরি ইভান্স,  মোহাম্মদ নবী,  শাই হোপ,  মুজিব উর রহমান,  রোবি বোপারা,  হজরতউল্লাহ জাজাই,  রাইলি রুশো,  রবি ফ্রাইলিঙ্করা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর