ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
১১৩০

মাশরাফিদের নয়া ড্রেস : সমালোচনার ঝড়

অবশেষে রঙ বদলাচ্ছে জার্সির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৬ ৩০ এপ্রিল ২০১৯  

নতুন জার্সি পরে বিশ্বকাপের ফটোসেশন করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর ২৪ ঘণ্টা না পেরোতেই জার্সির রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিলো ক্রিকেট বোর্ড।

 

অগনিত ভক্ত - সমর্থকের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি বদলানো হচ্ছে। বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি মাশরাফীদের বিশ্বকাপ জার্সি।

 

ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে বিসিবি যখন জাতীয় দলের ক্রিকেটারদের জার্সি উন্মোচন করে তখন দেখা যায়, জার্সির রঙ পুরোটাই সবুজ। উন্মোচনের পরই এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

 

বিশেষ করে বিশ্বকাপের জার্সি উম্মোচন করার পর ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন। ঘরে-বাইরে চলে আলোচনা-সমালোচনা।

অনেকেই বলছেন, এই জার্সি পরে বিশ্বকাপে মাঠে নামার কোন দরকার নেই। অনেকে লিখছেন, এটি পাকিস্তানের জার্সি মনে হচ্ছে। কেউ কেউ বলছেন, এটা দেখতে আইল্যান্ড কিংবা পাকিস্তানের জার্সির মতো।

প্রচলিত লাল-সবুজের মিশেলের বদলে শুধু সবুজ রঙ ব্যবহার এবং লাল রঙের অনুপস্থিতিতে জার্সি তৈরি করায় অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিজাইনার প্রতিষ্ঠানের সমালোচনা করেন।

অনেকের মতে, জার্সিতে লাল রঙের উপস্থিতি না থাকায়, তা বাংলাদেশ দলকে যথাযথভাবে উপস্থাপন করছেনা।

সোমবার দিনভর সমালোচনা শেষে রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে জার্সি পরিবর্তনের খবর আসে। 

এবারই প্রথম বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় জার্সি উন্মোচনের পর শুরু হয়েছিল জার্সি কেনাবেচাও।

 

বাংলাদেশের বিশ্বকাপ জার্সির স্বত্ব কিনে নিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ নামের একটি প্রতিষ্ঠান। তাদের অধীনেই বিক্রি করা হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। আলোচিত জার্সির ডিজাইনও করেছিল প্রতিষ্ঠানটি।

 

ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের দুই ধরনের জার্সি উন্মোচন করা হয়। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

নানা আলোচনা-সমালোচনার মাঝেই শেষ পর্যন্ত জার্সির রঙে কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতির সিদ্ধান্তে মূল ডিজাইন ঠিক রেখে জার্সিতে সবুজ ও লাল রঙের সমন্বয় করা হবে। তবে লাল রঙের জার্সিতে কোনো পরিবর্তন আসবেনা।

অবশ্য বিসিবি সভাপতি এর আগে জানিয়েছিলেন, ক্রিকেটারদের পছন্দেই হয়েছে বিশ্বকাপের জার্সি।

 

জার্সি উন্মোচন করে নাজমুল হাসান পাপন বলেন, জার্সিটা ভালোই লেগেছে। আগে ভালো করে দেখিনি। এখন দেখলাম। প্লেয়ারদের মতামত নিয়ে এটা চূড়ান্ত করা হয়। ওরা যেহেতু খুশি, আমিও খুশি।

যদিও বিশিষ্ট একজন সাংবাদিক-কলামিষ্টের ফেসবুক মন্তব্য ছিল :  এই জার্সি পরিয়ে বিসি(ছি)বি সম্ভবত পরখ করলো বাঙালি জেগে, না ঘুমিয়ে !

 

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর