ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
৪৩৪

অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, কে জিতবে শিরোপা, বলে দিলেন পিটারসেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৪ ১৪ নভেম্বর ২০২১  

এবার টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব। শিরোপার লড়াইয়ে রোববার (১৪ নভেম্বর) দুবাইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই প্রতিবেশী দেশের মধ্যে তুমুল লড়াই হবে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

কে জিতবে ট্রফি, কে হাসবে শেষ হাসি-এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন তারা। এবার সেই দলে যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। কোন দল ফাইনালে জিতবে সেই ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

 

পিটারসেন মনে করেন, ফাইনালি লড়াইয়ে ফেভারিট অস্ট্রেলিয়া। বড় ম্যাচে দুই দলের ইতিহাস উল্লেখ করে নেপথ্য কারণ দেখিয়েছেন তিনি।

 

বেটওয়ের জন্য নিজের ব্লগে কেপি লিখেছেন, এই টুর্নামেন্টে সর্বস্ব উজাড় করে ভালো করছে নিউজিল্যান্ড। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো তাদের কঠিন হবে।

 

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেন পিটারসেন। বিশ্বজয়ী ওই দলের এ ক্রিকেটার বলেন,  এ মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে কিউইরা। তাদের কোনও দুর্বলতা নেই। তবে ফাইনালে আমি অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করি।

 

তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বড় ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয় অজিরা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে একই ঘটনা ঘটে। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ট্রফি জিততে দেখলে আমি অবাক হবো না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর