ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৭০

আইপিএলে অর্থের কারণে ডিএনএ পরিবর্তন করেছে অজি ক্রিকেটাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৮ ২৫ সেপ্টেম্বর ২০২১  

আগে ভারতের বিপক্ষে খেললে একটা আলাদা আগ্রাসন থাকতো অস্ট্রেলিয়ার। ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে-বলে প্রতিনিয়ত পরাস্ত করার প্রাণান্তকর চেষ্টা থাকতো অজিদের। সেই সঙ্গে স্লেজিংয়ে কপিল, গাভাস্কার, টেন্ডুলকারদের আত্মবিশ্বাস ধূলোয় মেশাতেন লিলি, ওয়ার্ন, ম্যাকগ্রারা।

 

কিন্তু এখন মাঠে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সেই ছিটেফোঁটা দেখা যায় না। ভারতের বিপক্ষে চুপচাপ থাকেন তারা। কোহলিদের সমীহ করে চলেন ওয়ার্নাররা। এতে খেলা দেখে মজা পান না দর্শকরা। এজন্য আইপিএলকে দায়ী করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

 

তিনি মনে করেন, এখন আন্তর্জাতিক ক্রিকেটাররা আইপিএল চুক্তি খোয়ানোর ভয়ে থাকে। ফলে তারা ভারতীয় ক্রিকেটারদের মাঠে সাহস করে কিছু বলতে পারে না। কারণ, ফ্র্যাঞ্চাইজি লিগটি থেকে প্রচুর অর্থকড়ি পায় এসব খেলোয়াড়।

 

পিসিবি চেয়ারম্যান বলেন, অর্থের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা ডিএনএ পরিবর্তন করেছে। তারা হৃদ্যতা বজায় রেখে এখন মাঠে ভারতের বিপক্ষে খেলে। যেখানে কোনো আক্রমণ থাকে না। যে কারণে টিম ইন্ডিয়ার কাছে বর্তমানে অজিদের পরাজয়ের হার বেশি। আর এর নেপথ্যে রয়েছে আইপিএল।

 

নিরাপত্তা অজুহাতে সম্প্রতি পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। সেই পথে হেঁটেছে ইংল্যান্ড। একই শংকা আছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও। রমিজের দাবি, এ তিন পশ্চিমা দল এক হয়ে পাকিস্তান ক্রিকেটকে বিপদে ফেলেছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর