ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৭৯

আইসিসির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৪ ২৭ জুলাই ২০২২  

এবার আইসিসির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ। বার্মিংহামে আইসিসির অধিকাংশ সদস্য সৌরভ গাঙ্গুলীকে আইসিসির প্রেসিডেন্ট পদে সবুজ সংকেত দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সভায় সৌরভকে কোনও প্রতিদ্বন্দ্বিতার  সামনে পড়তে নাও হতে পারে।
 কলকাতায় সিএবি দপ্তরে সভাপতি হওয়ার সৌরভের খবরটি পাওয়া মাত্র অভিষেক ডালমিয়া বলেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? ভারতীয় ক্রিকেটের পর এবার বিশ্ব ক্রিকেটের দায়িত্বে। বাংলার জন্য বড় সম্মান। জানা গেছে, বার্মিংহামে বৈঠকে আইসিসির ষোলো সদস্যের অধিকাংশই সৌরভের নামে সিলমোহর দিয়েছেন। নিয়ম পাল্টে এবার আইসিসি নির্বাচনে বিজয়ীর পাওয়া প্রয়োজন ৫১ শতাংশ ভোট। অর্থাৎ নটি ভোট। 
কিন্তুসৌরভের  সমর্থনে আছে নয় এর ঢের বেশি ভোট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন ঘোষিত হবে নতুন আইসিসি প্রেসিডেন্টের। সৌরভ ভারতীয় বোর্ড থেকে সরে গেলে জয় শাহ হবেন সভাপতি, তার জায়গায় সম্পাদক হবেন ধুমল, ট্রেজারার অরুণ জেটলির পুত্র রোহন জেটলি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর