ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৬ আষাঢ় ১৪৩২
good-food
২৮৭

আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মুশফিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩২ ৮ জুন ২০২১  

মে  মাসে দুর্দান্ত খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম পুরস্কার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছিলেন। এবার আইসিসির পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

 

এ মাসের সেরা তিনজনের তালিকায় মুশফিকের সঙ্গে আছেন আরও দুজন। তারা হলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমা। দু’জনই বোলার হিসেবে পেলেও মুশফিক পেয়েছেন ব্যাটিংয়ের জন্য।

 

এই ক্যাটাগরিতে নারীদের তালিকায় মনোনয়ন পেয়েছেন স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রায়েস এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও লেহ পল।


আইসিসি সব ধরনের ফরমেটে সেরা পারফরমেন্সের ভিত্তিতে  প্রতি মাসের সেরা ক্রিকেটার মনোনীত করে। মনোনয়নের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয় ওই মাসের সেরা হিসেবে।

 

ছোট এই তালিকা থেকে যিনি নির্বাচিত হবেন, তিনি স্বীকৃতি পাবেন আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে। ভক্ত-সমর্থকরা এখন icc-cricket.com/awards এই লিঙ্কে গিয়ে তাদের সেরা ক্রিকেটারের পক্ষে ভোট দিতে পারেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর