ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
৪৭৩

আদালতের দ্বারস্থ জেমস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ১৯ সেপ্টেম্বর ২০২১  

ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস আজ মামলা করতে আদালতে গিয়েছিলেন। তার গাওয়া কিছু গানের কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আদালত মামলাটি গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন তাকে।

 

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন রোববার বিকেলে বলেন, 'জেমসের কিছু গান অনুমতি না নিয়ে কিছু প্রতিষ্ঠান তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। এইসব অভিযোগ নিয়ে তিনি মামলা করতে আদালতে গিয়েছিলেন। তারা সেখানে কিছু পরামর্শ দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমরা বিস্তারিত জানাব।'

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে মামলা গ্রহণের আবেদন করেন জেমস। বিচারক আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর