ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৪০৬

আবার বিয়ে করলেন দিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৯ ১৬ ফেব্রুয়ারি ২০২১  

ফের বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক মিস ইন্ডিয়া এবং বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনেকটা চুপিসারে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। 

 

একদম ঘরোয়া পরিবেশে বিয়ে করেছেন দিয়া-রেখি। এসময় দুই পরিবারের সদস্য এবং কাছের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। 

 

সোমবার দুপুরে পশ্চিম বান্দ্রার বেল এয়ার অ্যাপার্টেমেন্টে বসে দিয়া-রেখির বিয়ের আসর। অনাড়ম্বর অনুষ্ঠানে সবমিলিয়ে অতিথি সংখ্যা ছিলেন ৫০ জন।    

 

এর আগে ২০১৪ সালে ব্যবসায়িক পার্টনার সাহিল সংঘের সঙ্গে সংসার বাঁধেন দিয়া। তবে পাঁচ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে তাদের। পরকীয়ার জেরে এ সম্পর্ক ছিন্ন হয় বলে গুঞ্জন রয়েছে।

 

সংসার ভাঙার কিছুদিন পর মুম্বাইয়ের ব্যবসায়ী রেখির সঙ্গে প্রেমে জড়ান দিয়া। লকডাউনে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। 

 

এরই মধ্যে দিয়া-রেখির বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে বলি সুন্দরী অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি ও গৌতম গুপ্তাকে। এছাড়া অন্য কোনো তারকাকে নজরে পড়েনি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর