ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২২১

আরব আমিরাতে থেকে যাচ্ছেন চার ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৪ ৫ নভেম্বর ২০২১  

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। এর আগে স্কটল্যান্ডের কাছে হার। লজ্জার এক বিশ্বকাপ সফরের সমাপ্তি এসেছে। তবে এমন এক টুর্নামেন্ট শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না চার বাংলাদেশি ক্রিকেটার। এরা হচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।

 

দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে। শুক্রবার বিকাল পাঁচটায় ঢাকা এসে পৌঁছাবে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যসহ ১২ জন। এরপর রাত ১১টায় ঢাকা এসে পৌঁছাবেন চারজন। ছুটি কাটাতে থেকে যাওয়া চার ক্রিকেটার আগামী ১১-১২ নভেম্বর দেশে ফিরবেন। এমনই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। 

 

তিনি বলেন, 'দুটি ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে। প্রথম দল বিকাল পাঁচটায় ঢাকা এসে পৌঁছাবে। পরের দল আসবে রাত ১১টায়। মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন ও তাসকিন দলের সঙ্গে আসছে। তারা ছুটির আবেদন করেছিল। বিসিবি তাদেরকে অনুমতি দিয়েছে। আগামী ১১-১২ নভেম্বর তাদের দেশে ফেরার কথা।'

 

কেবল মাহমুদউল্লাহ-মুশফিকরাই নন, সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশে আসছেন না কোচিং স্টাফরাও। তারা ওখান থেকেই নিজ নিজ দেশে ফিরবেন। তাদেরও আগামী ১১-১২ নভেম্বর দেশে ফেরার কথা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর