ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩০৬

আর্জেন্টিনার জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৩ ১৫ অক্টোবর ২০২১  

কোপা আমেরিকা জয়ের পর থেকেই দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষেও ঠিক তেমনটাই খেলে দলটি। এদিন অবশ্য আগের মতো লিওনেল মেসি আবারও জালের দেখা পেতে ব্যর্থ হয়েছেন। তারপরও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ১-০ গোলে। 

 

শুক্রবার ম্যাচের একটা সময় পেনাল্টি পেয়েছিল পেরু। কিন্তু কাজে লাগাতে পারেনি। তাদের ব্যর্থতায় বিশ্বকাপ বাছাইয়ে প্রত্যাশিত জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস।

 

পেরুর বিপক্ষে শুক্রবার শুরু থেকেই দারুণ খেলে আর্জেন্টিনা। তাইতো ম্যাচের ২০ সেকেন্ডের সময় প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েন রদ্রিগো দে পল। গোলমুখ বরাবর নেন ডান পায়ের শট নেন; কিন্তু লক্ষ্যে ছিল না বল, টোকা দেওয়ার মতোও ছিল না তার কোনো সতীর্থ।

 

এর  দুই মিনিট পর এবার বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকেন ডি মারিয়া। মেসির দারুণ ক্রসে ধরে এই মিডফিল্ডারের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। নবম মিনিটে সেটপিসে হেড করে বল জালে পাঠান ক্রিস্তিয়ান রোমেরো; কিন্তু তিনি অফসাইডে থাকায় এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার।

 

এর আগে একবার বল জালে জড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল পেরুর লাপাদুলা। কিন্তু তার ফ্রি কিক আর্জোন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দারুণ সেভ করেন। ২১তম মিনিটে পাল্টা আক্রমণে আবারও আর্জেন্টিনার বক্সে ভীতি ছড়ান লাপাদুলা। সময়মতো এগিয়ে এসে তার শট ঠেকান মার্তিনেজ।

 

দারুণ খেলতে থাকা আর্জেন্টিনা গোলের দেখা পায় বিরতির আগে। ৩৯তম মিনিটে আরেকটি সুযোগ হারান দি মারিয়া। ডান দিক থেকে সতীর্থের ডান দিকে গড়া আক্রমণে সতীর্থের বাড়ানো বল ধরে একটু এগিয়ে ক্রস বাড়ান নাউয়েল মোলিনা। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে জোরালো হেডে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার মার্তিনেস।

 

বিরতির পর সমতায় ফিরতে জোর চেষ্টা করে পেরু। এ সুবাদে ম্যাচের ৬৫তম মিনিটে দলটি পেয়ে যায় পেনাল্টি।  কিন্তু ইয়োশিমার ইয়োতুন স্পট কিক কাঁপান ক্রস বারে বল মেরে। যে কারণে হতাশ হয়ে পড়ে পেরু। পেরুর পেনাল্টি মিসের সুযোগ নিয়ে দারুণ খেলে আর্জেন্টিনা। চার মিনিট পরেই দলটি বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায়। কিন্তু ডি-বক্সের একটু বাইরে থেকে মেসির শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।

 

শেষ দিকে কর্নারে উড়ে আসা বল হেডে জালে পাঠান গিদো রদ্রিগেস। তবে হেড নেওয়ার আগ মুহূর্তে তিনি প্রতিপক্ষকে ফাউল করায় ব্যবধান বাড়েনি। বাকি সময়েও চাপ ধরে রাখে আর্জেন্টিনা, তবে তেমন কোনো সুযোগ তৈরি হয়। তারপরও জয় নিয়ে মাঠে ছাড়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

 

এ জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচ খেলা একুয়েডর ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তাদের সমান ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলম্বিয়া।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর