ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৭

ই-ভ্যালির পৃষ্ঠপোষকতায় র‌্যাবের চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ১১ জানুয়ারি ২০২১  

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির পৃষ্ঠপোষকতায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় দেশি-বিদেশি কলাকুশলী এবং অত্যাধুনিক প্রযুক্তি ও ভিএফএক্সের ছোঁয়ায় চলচ্চিত্রটি নির্মাণ করা হবে। সফল ‘ঢাকা অ্যাটাক’ এর পরিচালক দীপংকর দীপন ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের পরিচালক হিসেবে থাকছেন।

 

সম্প্রতি র‌্যাব সদরদপ্তরে ই-ভ্যালির পক্ষ থেকে পৃষ্ঠপোষকতার চেক তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নিকট চেক হস্তান্তর করেন। এসময় ই-ভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলসহ প্রতিষ্ঠানটি এবং র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

’অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটি নিয়ে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্বাবধানে সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত করতে ‘লিড এজেন্সি’ হিসেবে কাজ করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ‘র‌্যাব’। প্রধানমন্ত্রী ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত হিসেবে ঘোষণা করেন। সুন্দরবনে র‌্যাবের এই সাফল্যগাঁথা ও রোমাঞ্চকর অভিযান চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরতেই নির্মাণ করা হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।

 

এ বিষয়ে ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের দেশ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এদের মধ্যে এলিট ফোর্স র‌্যাবের ভূমিকা অন্যতম। চৌকস এই বাহিনীর সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষুদ্র প্রয়াস এটি। আমরা আশা করছি, একটি নান্দনিক চলচ্চিত্র নির্মিত হবে এবং সেটি সব স্তরের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পাবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর