ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২৫৭

ইতিহাসের অনন্য নজির গড়ল বাংলাদেশ-অস্ট্রেলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৩ ৫ নভেম্বর ২০২১  

সুপার টুয়েলভে একনাগাড়ে ৪ ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ ছিল সম্মান রক্ষার লড়াই। সেখানেও অ্যাডাম জাম্পার ঘূর্ণি জাদুতে কুপোকাত টাইগাররা।

 

প্রথমে ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যা অজিদের বিপক্ষে সম্পূর্ণ হওয়া ইনিংসগুলোর মধ্যে সর্বনিম্ন। জাম্পা ৪ ওভারে ১৯ রানে শিকার করেন ৫ উইকেট। এতে নিজেদের ব্যাটিং ইনিংসের মাত্র ১৫ ওভার খেলতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

 

পরে ব্যাট করতে নেমে দুরন্ত গতিতে ছুটেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে অস্ট্রেলিয়ার সময় লাগে ৬.২ ওভার। বলের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম ম্যাচ এটি।

 

এর চেয়ে কম বলে একমাত্র শ্রীলংকা জিতছে দুবার। কাকতালীয়ভাবে প্রতিবারই লংকান সিংহদের থাবা পড়েছে নেদারল্যান্ডসের ওপর। ২০১২ সালে ৯৩ বলে এবং চলতি বিশ্বকাপে ১০৩ বলে ডাচদের হারায় তারা।

 

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ছোট ৫ ম্যাচের ৩টিই ঘটেছে চলমান টুর্নামেন্টে। তালিকায় চতুর্থ স্থানে (১৩৬ বলে শেষ) রয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর