ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২০১

ইনজামামের হার্ট অ্যাটাকের খবর সত্য নয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৫ ২৯ সেপ্টেম্বর ২০২১  

দুই দিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ইনজামাম-উল-হক। সে সময় জানা গিয়েছিল, হার্ট অ্যাটাক করেছেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার। তবে আজ ইনজামাম নিজেই জানিয়েছেন, বুকে ব্যথা হলেও হার্ট অ্যাটাক করেননি তিনি।

 

ইনজামামের অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে ক্রিকেট বিশ্ব। শচীন টেন্ডুলকারসহ অনেকেই ইনজির অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে ইনজি এবার নিজেই বার্তা দিয়ে সকলকে আশ্বস্ত করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় ইনজি বলেছেন, ‘আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম-তারা বলছে, আমার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। এটা ভুল! আমি এ ব্যাপারটা পরিষ্কার করে জানাতে চাই। আমার আসলে হার্ট অ্যাটাক হয়নি।’ 

 

ইনজামাম জানিয়েছেন, হার্ট অ্যাটাক না করলেও কদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওপ্লাস্টি করার পরামর্শ দেন। এই প্রসঙ্গে ইনজি বলেছেন, ‘চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলাম। সেখানে আমার এজিওগ্রাফি করা হয়। এনজিওগ্রাফিতে আমার হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে ব্লক ধরা পড়লে আমার এনজিওপ্লাস্টি করা হয়। এটি সফলভাবেই সম্পন্ন হয়েছে। ১২ ঘণ্টা পরেই বাড়ি ফিরে এসেছি। এখন আমি ভালো আছি।’ 

 

ভিডিও বার্তায় ইনজামাম সবাইকে ধন্যবাদ দিয়েছেন, ‘আমার সুস্বাস্থ্যের জন্য পাকিস্তানসহ সারা বিশ্বজুড়ে যারা প্রার্থনা করেছেন সবাইকে ধন্যবাদ। পাকিস্তান ও সারা বিশ্বের ক্রিকেটারদেরও ধন্যবাদ জানাতে চাই, যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।’ 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর