ঢাকা, ১০ নভেম্বর সোমবার, ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২
good-food
৩৪৩

ইন্দোর টেস্টের প্রথম দিন ভারতের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫০ ১৪ নভেম্বর ২০১৯  

ইন্দোর টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত।  দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে তারা।  এখন মাত্র ৬৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৫০ রানের জবাবে খেলতে নেমে সাবধানী শুরু করে ভারত।  তবে সফল হয়নি তারা। দলীয় ১৪ রানে মাথায় ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফিরে যান রোহিত শর্মা। ইনফর্ম ব্যাটসম্যানকে তুলে নিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কা দেন আবু জায়েদ।

সেখান থেকে নিজেরদের সামলে নেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা। দুজনে গড়ে তুলেন ৭২ রানে পার্টনারশিপ। ৩৭ ও ৪৩ রানে অপরাজিত রয়েছেন আগারওয়াল- পুজারা।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক মুমিনুল হক।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট ঝুলিতে ভরেন ইশান্ত, উমেশ  ও অশ্বিন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর