ঢাকা, ০৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ১৯ ভাদ্র ১৪৩২
good-food
২৫৫

ইমরান খান-রমিজ রাজার তীব্র সমালোচনায় মিঁয়াদাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৯ ২০ ডিসেম্বর ২০২১  

এশিয়ার বাইরে ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের উইকেটে সুবিধা পেতে করাচি ও লাহোরে ড্রপ-ইন পিচ বানাচ্ছে পাকিস্তান। এজন্য প্রায় ৩৭ কোটি রুপি খরচ করছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার এমন সিদ্বান্ত অনেকের প্রশংসা কুড়াচ্ছে। তবে এর চরম বিরোধিতা করলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জাভেদ মিঁয়াদাদ। এমন পিচ বসানোর কোনও যুক্তিই খুঁজে পাচ্ছেন তিনি।

 

নেপথ্য কারণ দেখিয়ে মিঁয়াদাদ বলেন, ‘দেশের পিচে খেলেই আমরা বিশ্বমানের ক্রিকেটার হয়েছি।এখনও এখান থেকে বিশ্বসেরা খেলোয়াড় উঠে আসছে। তাই পাকিস্তানে ড্রপ-ইন পিচের কোনও প্রয়োজন নেই। কারণ, এদেশে সবধরনের পিচ বানানো যায়।’

 

তিনি যোগ করেন, অস্ট্রেলিয়ায় ড্রপ-ইন পিচের ধারণা কেরি প্যাকার মস্তিষ্কপ্রসূত। তার কুখ্যাত ওয়ার্ল্ড সিরিজের জন্য ভেন্যু সংকটের কারণে এই ব্যবস্থা নেয়া হয়।

 

এরপর পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান এবং তার নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন মিঁয়াদাদ। তিনি বলেন, যারাই সরকার গঠন করে, শুধু কাজের কথা বলে। কিন্তু দেশে কোনো কাজ হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় আরও বিনিয়োগ করা। তরুণ-যুবাদের খেলাধুলার প্রতি আর  আকৃষ্ট করা।

 

বড়ে মিঁয়া মনে করেন, খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার এবং রাজার অধীন পিসিবির আরও সচেতনভাবে দায়িত্ব পানল করা উচিত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর