ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২৪৯

ঈদে সিনেমা হল খুলবে না: তথ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ২৬ জুলাই ২০২০  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আসন্ন ঈদে সিনেমা খুলবে না। রোববার তথ্য মন্ত্রণালয়ে প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ সিদ্ধান্ত জানান । তিনি বলেন, একে করোনার প্রকোপ তার ওপর বন্যার আঘাত। করোনা বা বন্যায় শারীরিক দূরত্ব বজায় দেখে সিনেমা চালানো সম্ভব নয়। মন্ত্রী বলেন, ভারত কিংবা পাকিস্তান কোনো দেশে সিনেমা হল খুলছে না।

ঈদুল আযহার বাকি আর মাত্র ৪ দিন।  করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলবে কিনা এ নিয়ে সংশয় ছিল। সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলেন । 

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এ পরিস্থিতিতে সিনেমা খুলবে না। আরেকটু ধীরেসুস্থে আগানো ভালো হবে।

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। কিভাবে সিনেমার সোনালি দিন ফিরিয়ে আনা যায়, আন্তর্জাতিক বাজারে কিভাবে বাংলাদেশের সিনেমা দিয়ে একটি অংশ দখল করা যায় এসব নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। তিনি আমাকেও এ নিয়ে নির্দেশনা দিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ে আলোচনা শেষে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঁয়া আলাউদ্দিন বলেন, আমরা প্রদর্শক সমিতির নেতারা চেয়েছিলাম ঈদে সিনেমা হল খুলে দেয়া হোক। কিন্তু সরকার চাইছে এখনই সিনেমা হল চালু না হোক। তাই ঈদ উপলক্ষে আপতত সিনেমা হল খুলবে না।


করোনাভাইরাসের প্রকোপে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ।  তারপর থেকে দেশের সব সিনেমা হলে তালা ঝুলছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর