ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৮১

উইন্ডিজ বিশ্বকাপ রিজার্ভ স্কোয়াডে ব্রাভো-পোলার্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ১৯ মে ২০১৯  

আসন্ন বিশ্বকাপের জন্য আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। এবার আরও ১০ ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের জন্য রিজার্ভ স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ। সেই স্কোয়াডে আছেন দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড ডোয়াইন ব্রাভো।

আইসিসির নিয়মনুযায়ী, বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে এখনও পরিবর্তন আনার সুযোগ রয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন করা যাবে। তা মাথায় রেখে রির্জাভ স্কোয়াড ঘোষণা করলো ডব্লিউআইসিবি।

গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ব্রাভো। এছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে খেলেননি আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু রিজার্ভ স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি।

অবসর না নিলেও ২০১৬ সাল থেকে জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি পোলার্ড। তাই পূর্ব ঘোষিত দলে তাকে বিবেচনায় করা হয়নি। কিন্তু ব্রাভোর মতো ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি্ও।

এছাড়া আয়ারল্যান্ডে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা সুনিল অ্যামব্রিস এবং রেমন রেইফারকেও রাখা হয়েছে রির্জাভ স্কোয়াডে।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রার্থওয়েট, শেলডন কটরেল, শানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল ওশানে থমাস।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ রিজার্ভ স্কোয়াড : সুনিল অ্যামব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডওরিচ, কেমো পল, খ্যারি পিয়েরে, রেমন রেইফার কাইরন পোলার্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর