ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৫৫৭

উইন্ডিজের বিপক্ষে সেই সুখস্মৃতি উজ্জীবিত করছে বাংলাদেশকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ১৬ জুন ২০১৯  

বিশ্বকাপে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয়, হার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার স্বাদ পেয়েছে টাইগাররা। তাদের সংগ্রহে আছে মাত্র পয়েন্ট। এতে চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে। সেমিফাইনালে যাওয়ার পথে নিশ্চিন্ত অবস্থানে নেই মাশরাফি বাহিনী। অবস্থায় সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হচ্ছে তারা।

ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলার টনিক হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি মনে করতে পারে। সেই টুর্নামেন্টে লিগপর্বে দুবার ফাইনালে উইন্ডিজকে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফি-সাকিবরা।  সেই সুখস্মৃতিতে উজ্জীবিত হয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্য তাদের।

ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে এদিন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। ভেন্যু সমারসেট কাউন্টি গ্রাউন্ড নামেও পরিচিত।

ত্রিদেশীয় শিরোপাই এখন বাংলাদেশের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর হতাশা ঘিরে ধরেছে তাদের। তাই ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তারা।

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কেনিংটন ওভালে শক্তিশলী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় তামিম-মুশফিকরা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের সঙ্গেও জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু উইকেটে কিউইদের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে ১০৬ রানের বড় ব্যবধানে হারে লাল-সবুজ জার্সিধারীরা।

দুটি হারের সঙ্গে শ্রীলংকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় খেলা। যে কারণে নিজেদের লক্ষ্যের পথে দুঃশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা চিন্তামুক্ত হতে মরিয়া টাইগাররা।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের মতো একই অবস্থা ওয়েস্ট ইন্ডিয়ানদের। খেলায় জয় হার পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট তাদের। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে উইকেটে হারে জেসন হোল্ডারের দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর