ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১৪০

উড়ন্ত জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৬ ৯ অক্টোবর ২০২১  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ একাদশ। অনানুষ্ঠানিক সেই প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। 

 

শুক্রবার (৮ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হয় রাত সাড়ে ৮টায়। টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ একাদশ। শুরুতে মোহাম্মদ নাইম ও লিটন দাসের অর্ধশত রান এবং শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৫ বলে অপরাজিত ৪৯ রানের ঝড়ো ইনিংসে ২০৭ রানে বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।

 

উদ্বোধনী জুটিতে নাইম ও অধিনায়ক লিটন ১০২ রানের জুটি উপহার দেন। ৩২ বলে ৬ চার ও ১ ছয়ে দুর্দান্ত ফিফটি তুলে নেন লিটন। এর পরের বলেই অবশ্য ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে তুলে নেন ৩৩ বলে ৫৩ রান।

 

এরপর সৌম্য সরকার বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। নাইম ৫৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৬৩ রান তুলে রিটার্ড হার্ট হন। শেষ দিকে ওমানের উইকেটে ঝড় তোলেন সোহান। মাত্র ১৫ বলে ৭ ছয়ে অর্ধশত রান থেকে দূরে থাকতে অপরাজিত ৪৯ রান করে মাঠ ছাড়েন তিনি। এতে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ একাদশ।  

 

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওমান ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শোয়াইব খান। ৩৯ বলেেএ রান সংগ্রহ করেন তিনি।

 

শোয়াইবের বিদায়ের পর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ওমান ‘এ’ দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষদিকে রাফিউল্লাহর ১৪ বলে ৩১ রানের ক্যামিও কমিয়েছে পরাজয়ের ব্যবধান। এতে বড় জয় পায় বাংলাদেশ একাদশ।

 

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম একাই শিকার করেন তিন উইকেট। দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, মেহেদী হাসান ও আফিফ হোসেন ধ্রুব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর