ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৩১৯

এন্ড্রু কিশোরকে চিরবিদায় জানানোর যত আয়োজন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৬ ১৪ জুলাই ২০২০  

৮ দিন আগেই পৃথিবীর সব মায়া ত্যাগ করেছেন এন্ড্রু কিশোর। গেল ৬ জুলাই লাখো-কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। 

১৫ জুলাই (বুধবার) বাংলা ছায়াছবির গানের মুকুটহীন সম্রাটকে শেষ বিদায় জানানো হবে। মৃত্যুর পর কী কী করতে হবে সব পরিকল্পনা আগেই করে গেছেন এন্ড্রু। সেই অনুযায়ী প্রিয় শিল্পীকে চিরবিদায় জানানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

বরেণ্য এ সংগীতশিল্পীকে পরিবারের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য নেয়ার কথা ছিল। তবে করোনা ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে তা বাতিল করা হয়েছে।

এন্ড্রুর মরদেহ এখন রাজশাহী মেডিকেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় সেখান থেকে তা বের করে সকাল ৯টায় স্থানীয় চার্চে নেয়া হবে। এরপর তাকে রাজশাহী কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে নিয়ে আসা হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশের প্লেব্যাক সম্রাট।

গেল বছরের সেপ্টেম্বর থেকে মারণঘাতী ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। দীর্ঘ ৯ মাস সেখানে থাকার পর গেল ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এরপর মিরপুর বাসায় থাকেন অবিসংবাদিত এ কণ্ঠশিল্পী। 

কিছুদিন পর রাজশাহীতে নিজ গ্রামে চলে যান এন্ড্রু।এরপর থেকে সেখানে বোনের বাসা সংলগ্ন ক্লিনিকে ছিলেন তিনি। অবশেষে ওই দিন সবাইকে বিদায় জানিয়ে পরপারে চলে যান বাংলা গানের কালজয়ী কিংবদন্তি গায়ক।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর