ঢাকা, ০৭ সেপ্টেম্বর রোববার, ২০২৫ || ২২ ভাদ্র ১৪৩২
good-food
২৭১

এবার ওয়েব সিরিজে পূজা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৯ ৩১ মে ২০২১  

প্রথমবারের মতো ওয়েব সিরিজে যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ‘প্যারাসাইকোলজি’ শিরোনামের ওয়েব সিরিজে পূজার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুমন ধর।

পূজা চেরি অল্প বয়সে নায়িকা হয়ে নজর কেড়েছেন। বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই চিত্রনায়িকার কাজের ফর্দ যেন আরও বড় হলো। এরইমধ্যে নারায়ণগঞ্জে এর শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক-নায়িকা। তবে বিষয়টি নিয়ে কেউ-ই মুখ খুলছেন না।

সিরিজটি নিয়ে পরিচালক সুমন ধর বলেন, শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রযোজকসহ আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই একটু সময়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি। শুটিং হবে ২০ দিন। ইতোমধ্যে তিন দিনের কাজ হয়েছে। দ্রুতই বাকি দৃশ্যধারণ শেষ হবে।

জানা গেছে, ‘প্যারাসাইকোলজি’ একটি ওটিটি প্রতিষ্ঠানের জন্য তৈরি হচ্ছে। আসছে কোরবানি ঈদে এটি ইউটিউবে অবমুক্ত হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর