ঢাকা, ০৮ নভেম্বর শনিবার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
১২২৭

এবার পুত্র সন্তানের পিতা হলেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৩ ১৬ মার্চ ২০২১  

মাত্র ১১ মাসের মাথায় তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। দুই কন্যা সন্তানের পর এবার উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। সাকিবের পারিবারিক সূত্রের খবর, ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।

 

গত বছর ২৪ এপ্রিল সাকিব-শিশিরের ঘরে দ্বিতীয় সন্তান ইররাম হাসানের জন্ম হয়। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান আলাইনার জন্ম হয়।

 

তৃতীয় সন্তানের বাবা হবার কথা আগেই জানিয়েছিলেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন।

 

গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সন্তানের সুসংবাদ দেন সাকিব। অফিশিয়াল ফেসবুক পেজে নিজের ও তার গর্ভবতী স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর