ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১৮২

এশিয়া কাপ: পাকিস্তানের হাতে ভারতের ভাগ্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৪ ৭ সেপ্টেম্বর ২০২২  

শ্রীলঙ্কার কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা শেষ হয়নি ভারতের। অঙ্কের হিসাবে রোহিতের দলকে ফাইনালে উঠতে অপেক্ষা করতে হবে পাকিস্তানের জন্য। 

 

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।

 

মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের ঝুলিতে কোনও পয়েন্ট নেই। এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তা হলেই এক মাত্র রোহিতদের কপালে শিঁকে ছিঁড়তে পারে।

 

বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই ছিটকে যাবে ভারত। জলে যাবে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর