ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১০৫

এশিয়া কাপে ব্যাটিং-বোলিংয়ে সেরা যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৭ ১২ সেপ্টেম্বর ২০২২  

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আর উইকেট শিকারে শীর্ষে ভারতের ভুবনেশ্বর কুমার। ব্যাটিংয়ে শীর্ষ ছয়জনের তিনজনই শ্রীলঙ্কার। বোলিংয়ে দাপট দেখিয়েছেন পাকিস্তানিরা। প্রথম সাতজনের চারজন পাকিস্তানি।

 

টুর্নামেন্ট সেরা হয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে দ্বিতীয় সর্বাধিক ৯ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৬৬ রান। ফাইনালে চাপের মুখে বিধ্বংসী ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর হাত ঘুরিয়ে শিকার করেন ৩ উইকেট। তবে ফাইনালে ম্যাচসেরা হন ভানুকা রাজাপাকসে।

 

বাংলাদেশের হয়ে ২ ম্যাচে সর্বোচ্চ ৭২ রান করেছেন মোসাদ্দেক হোসেন। আর সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেছেন পেসার ইবাদত হোসেন।

 

শীর্ষ রান সংগ্রাহক
ব্যাটার            ম্যাচ  রান   সর্বোচ্চ    গড়        ৫০/১০০ 
মোহাম্মদ রিজওয়ান ৬     ২৮১   ৭৮*     ৫৬.২০     ৩/-
বিরাট কোহলি        ৫      ২৭৬  ১২২*   ৯২.০০       ২/১
ইব্রাহিম জাদরান     ৫      ১৯৬  ৬৪*    ৬৫.৩৩     ১/-

 

ভানুকা রাজাপাকসে ৬     ১৯১   ৭১*    ৪৭.৭৫       ১/-
পাথুম নিশঙ্ক          ৬      ১৭৩  ৫৫*     ৩৪.৬০     ২/-
কুশল মেন্ডিস      ৬        ১৫৫   ৬০      ২৫.৮৩     ২/-

 

শীর্ষ উইকেট শিকারী
বোলার           ম্যাচ     উইকেট   সেরা       গড়       ইকোনমি
ভুবনেশ্বর কুমার     ৫         ১১         ৫/৪     ১০.৪৫     ৬.০৫
ওয়ানিন্দু হাসারাঙ্গা  ৬         ৯          ৩/২১   ১৮.৮৮     ৭.৩৯
মোহাম্মদ নওয়াজ  ৬          ৮         ৩/৫      ১৩.৭৫      ৫.৮৯

 

শাদাব খান          ৫            ৮         ৪/৮     ১৪.১২      ৬.০৫
হারিস রউফ        ৬           ৮          ৩/২৯   ১৯.১২       ৭.৬৫
মুজিব উর রহমান ৫           ৭          ৩/১৬    ১৫.৮৫     ৫.৫৫

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর