ঢাকা, ০৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ১৯ ভাদ্র ১৪৩২
good-food
২৩২

ওমিক্রন থেকে সেরে উঠেছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৮ ২০ ডিসেম্বর ২০২১  

ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই নারী ক্রিকেটার। সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

 

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই লম্বা সময় কোয়ারেন্টিনে থাকতে হয়েছে দুই নারী ক্রিকেটারকে। ১৪ দিন পর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাদের। 

 

এই দুই নারী ক্রিকেটারই বাংলাদেশে প্রথম ওমিক্রন ধরনে আক্রান্ত হন। দুজনেরই উপসর্গ ছিল মৃদু। কোনো শারীরিক সমস্যায় আক্রান্ত হননি তাঁরা। দীর্ঘ নিভৃতবাস শেষে আজ থেকে মুক্ত এই দুই ক্রিকেটার।

 

করোনা নেগেটিভ হয়েছেন নারী দলের কোচিং স্টাফের এক সদস্যও। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন না। আক্রান্ত হয়েছিলেন ডেলটা ধরনে। নেগেটিভ হওয়ায় তাঁরও নিভৃতবাস শেষ হচ্ছে আজ।

 

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে নারী দল। সেখান থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকাকালীন ওমিক্রন শনাক্ত হয় দুজন ক্রিকেটারের দেহে। বিজয় দিবসের আগে এই দুই ক্রিকেটারসহ সেই কোচিং স্টাফকে নেওয়া হয় রাজধানীর মুগদা হাসপাতালে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর