ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৩৪

ওয়ানডের দল ঘোষণা, নতুন মুখ শরিফুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ২০ মে ২০২১  

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
 বৃহস্পতিবার প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।  জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার তবে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।  দল থেকে আরো বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও নাসুম আহমেদ।

 

এর আগে ৩টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে অভিষেক হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুলের। স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

 

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

 

 


 

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
 বৃহস্পতিবার প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।  জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার তবে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।  দল থেকে আরো বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও নাসুম আহমেদ।

এর আগে ৩টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে অভিষেক হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুলের।
স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর