ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৪৫

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা দিল না টাইগাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৪ ৮ মে ২০১৯  

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা দিল না টাইগাররা। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ  আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারলেও  ওয়েস্ট ইন্ডিজকে  পরাজিত করে শুভসূচনা করলো মাশরাফির দল। 

সেই ওয়েস্ট ইন্ডিজ   ডাবলিনে পাত্তাই পেল না বাংলাদেশের কাছে। ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়ে মাশরাফিরা বুঝিয়ে দিলেন এবার বিশ্বকাপে শক্তিশালী তার দল।
 প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়লেও আইরিশদের ফুঁ দিয়ে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।
 মুশফিক-সাকিবের ফিনিশিংয়ে বাংলাদেশ সহজেই ২৬১ রান টপকে গেছে। তবে বড় কৃতিত্ব ফিফটি করা বাংলাদেশের দুই ওপেনারের।


প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি এনে দিয়েছিল ৮৯ রান। জবাবে ক্যারিবীয়দের চেয়ে ভালো শুরু এনে দেন তামিম-সৌম্য। ২৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে দুজনের উদ্বোধনী জুটি যোগ করে ১৪৪ রান। এতেই কাজ হয়।

সৌম্য আউট হয়েছেন ৭৩ রানে।

 তামিম এগিয়েছেন ধীর লয়ে।  গ্যাব্রিয়েলের বলে আউট হলেন ৮০ রান করে। সাকিব-মুশফিকের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তোলা ৬৮ রানের জুটি জয়টা আরো সহজ করে দিয়েছে। সাকিব মুশফিক অপরাজিত ছিলেন ৩২ রানে।

প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোর গড়তে পারত।   মাশরাফি বিন মুর্তজা ৪১ ও ৪৩—এই দুই ওভারের ৫ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা আটকে দিয়েছেন। ৫০ ওভারে ক্যারিবীয়দের স্কোর ৯ উইকেটে ২৬১ রানের বেশি হয়নি, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানরা টপকেছেন অনায়াসে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর