ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১২৭৪

কাতার বিশ্বকাপ: কোন দলের অধিনায়ক কে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৩ ২৭ জুন ২০২২  

আর কদিন পরেই শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের উন্মাদনা। প্রস্তুত হয়ে গেছে কাতারের স্টেডিয়াম আর আয়োজক শহরগুলো। চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের নাম।

 

দলগুলোও সেরে নিচ্ছে তাদের ঘর গোছানোর পালা। বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সি গায়ে কে খেলবে, না খেলবে সেসব নিয়েই জল্পনার অন্ত নেই। এরই ভেতরেই জানা গেলো ৩২ দলের অধিনায়কের দায়িত্বপ্রাপ্তদের নাম।

 

গ্রুপ এ

কাতার: হাসান আল হাইদোস

নেদারল্যান্ডস: ভার্জিল ফন ডাইক

সেনেগাল: কালিদু কোলিবালি

ইকুয়েডর: এনার ভালেন্সিয়া

 

গ্রুপ বি

ইংল্যান্ড: হ্যারি কেইন

ওয়েলস: গ্যারেথ বেল

যুক্তরাষ্ট্র: ক্রিশ্চিয়ান পুলিসিক

ইরান: এহসান হাজসাফি

 

গ্রুপ সি

আর্জেন্টিনা: লিওনেল মেসি

পোল্যান্ড: রবার্ট লেওয়ানভোভস্কি

মেক্সিকো: আন্দ্রেস কার্দাদো

সৌদি আরব: সালমান আল ফারাজ

 

গ্রুপ ডি

ফ্রান্স: হুগো লরিস

ডেনমার্ক: সিমন কায়ের

তিউনিসিয়া: ইউসেফ এমসাকনি

অস্ট্রেলিয়া: ম্যাথু রায়ান

 

গ্রুপ ই

জার্মানি: ম্যানুয়েল নয়্যার

স্পেন: সার্জিও বুস্কেটস

জাপান: মায়া ইয়োশিদা

কোস্টারিকা: ব্রায়ান রুইস

 

গ্রুপ এফ

ক্রোয়েশিয়া: লুকা মডরিচ

বেলজিয়াম: ইডেন অ্যাজার

কানাডা: অ্যাটিবা হাচিনসন

মরক্কো: রোমাইন সাইস

 

গ্রুপ জি

ব্রাজিল: থিয়াগো সিলভা

সার্বিয়া: দুসান তাদিচ

সুইজারল্যান্ড: গ্রানিট ঝাকা

ক্যামেরুন: ভিনসেন্ট আবুবাকার

 

গ্রুপ এইচ

পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদো

উরুগুয়ে: ডিয়েগো গডিন

দক্ষিণ কোরিয়া: সন হিউং মিন

ঘানা: আন্দ্রে আইয়ু

 

অনাকাংখিত কোনো ঘটনা না ঘটলে এই ফুটবলারদেরকেই দেখা যাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে আর্মব্যান্ড হাতে জড়িয়ে নিজের দেশকে নেতৃত্ব দিতে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর