ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯৫

কাতার বিশ্বকাপে ৮০ শতাংশ টিকিট শেষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩১ ২০ আগস্ট ২০২২  

কাতার বিশ্বকাপ সামনে রেখে কয়েকমাস ধরে টিকিটি বিক্রি করছে ফিফা। ইতোমধ্যে মোট আসনের ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ২৫ লাখ টিকিট বিকিয়েছে। এখন অবিক্রিত আছে ৫ লাখ। আসরের পর্দা ওঠার আগেই তা বিক্রি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

মোট ধারণক্ষমতা ৩ মিলিয়নের অবিক্রিত টিকিটগুলো সবচেয়ে কম মূল্যের। ২৫০ রিয়ালে কেনা যাবে প্রতিটি টিকিট। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট কিনেছে আয়োজক দেশ কাতার। এরপর রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির ম্যাচ আছে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

 

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া আসর ঘিরে আয়োজনে ঘাটতি রাখছে না কাতার। হোটেলে থেকে পর্যটন খাতকে ঢেলে সাজাচ্ছে দেশটি। থাকছে বিশেষ সুযোগ সুবিধা। বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের চলাচলে ৪ হাজার বাস নামাতে যাচ্ছে কাতার।

 

আয়োজন সফল করতে এরই মধ্যে রাজধানী দোহায় ১৩০০ বাস নামিয়েছে সরকার। পর্যায়ক্রমে বাকি বাসগুলো রাস্তায় দেখা যাবে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ শুরু হলে প্রতিদিন ১ মিলিয়নের মতো মানুষ রাস্তায় নেমে আসবে। যাদের সময়মতো স্টেডিয়ামে পৌঁছে দিতেই এই ব্যবস্থা। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর