ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৯৫

কৃষক বিক্ষোভ নিয়ে যা বললেন সালমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ৫ ফেব্রুয়ারি ২০২১  

ভারতে কৃষক বিক্ষোভ ইস্যুতে এবার মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান । 'যা সঠিক, সেটাই করা উচিত', এ ভাষাতেই দেশের চাষিদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মুম্বাইয়ে ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের অনুষ্ঠানে তাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বলিপাড়ার 'ভাইজান’ বলেন, 'যা শ্রেয়, সেটাই করা উচিত'।


কৃষক আন্দোলন ঘিরে তোলপাড় গোটা ভারত। সম্প্রতি এই ইস্যুতে সরব হয়েছেন পপস্টার রিহানা, পরিবেশ কর্মী গ্রেট থুনবার্গ, পর্নস্টার মিয়া খলিফারা। এরপরই সমালোচনায় নামে দেশটির মন্ত্রীরা। একে ঘিরে যেভাবে বিদেশিরা সরব হচ্ছেন, এর নিন্দায় রব তুলেছেন তারা। 


কৃষক ইস্যুতে টুইট করার অভিযোগে গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ-এমন খবর ঘিরে শোরগোল পড়ে যায়। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেটার নামে কোনও এফআইআর দায়ের করা হয়নি।


অন্যদিকে, কৃষক বিক্ষোভের সমর্থনে যে তারকারাই টুইট করেছেন, তাদের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এ নিয়ে টুইট করেন রিহানা। তিনি লেখেন, 'কেন আমরা এটা নিয়ে কিছু বলছি না?’ 

 

এর পাল্টা কঙ্গনা টুইটারে লেখেন, 'কেউ এটা নিয়ে বলছেন না। কারণ, তারা কৃষক নয়, জঙ্গি, যারা দেশকে ভাগ করতে চায়...।’ এতেই শেষ নয়, একই কারণে বলি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে 'খলিস্তানি' বলে তোপ দেগেছেন তিনি। 


রিহানার টুইটের পর তাকে নিয়ে গান লেখেন দিলজিৎ। এরপরই ফের টুইট যুদ্ধে জড়়ান কঙ্গনা ও দিলজিৎ। পাঞ্জাবি তারকাকে তুই-তোকারি করে আক্রমণ করেছেন মুম্বাই কুইন। দিলজিৎকে বিঁধে টুইটারে কঙ্গনা লেখেন, 'দেশ শুধু ভারতীয়দের। খলিস্তানিদের নয়। বল, তুই খলিস্তানি নয়...যদি তুই বলিস, তাহলে আমি ক্ষমা চাইব এবং তোকে দেশপ্রেমিক ভাবব'। 


এরপর কঙ্গনা আরেকটি টুইটে লিখেছেন, 'আমি জানতাম, তুই যে খলিস্তানি নয়, তা কখনও বলবি না।' একই ইস্যুতে অভিনেত্রী তাপসী পান্নুকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রাও ছাড়ান বিতর্কের কেন্দ্রে থাকা কঙ্গনা। তাপসীর মা টেনে গাল পাড়তে দেখা যায় তাকে। সঙ্গে তুই তোকারি সম্বোধন। কঙ্গনা-তাপসীর এহেন বিতণ্ডায় সরগরম হয় সোশ্যাল মিডিয়া।

 

অপরদিকে, ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া একেবারেই ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চৌরি চৌরা শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'দেশের একতাই আমাদের অগ্রাধিকার, এ ব্যাপারে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।' 


#IndiaAgainstPropaganda হ্যাশট্যাগ নিয়ে মাঠে নামেন অমিত শাহ, জয়শঙ্কররা। শাহের বক্তব্য, ‘কোনও স্বার্থন্বেষী প্রচার ভারতের একতায় ভাঙন ধরাতে পারবে না।’ জয়শঙ্কর, নির্মলা সীতারামন, প্রকাশ জাভড়করদের গলাতেও একই সুর। ‘অর্ধসত্য’ জেনে আন্তর্জাতিক তারকারা টুইট করছেন বলে সোচ্চার হন অক্ষয় কুমার, করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, অজয় দেবগণের মতো সেলিব্রেটিরাও। একই ইস্যুতে টুইট করেন শচীন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, সুরেশ রায়নাদের মতো ক্রীড়া জগতের তারকারাও। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর