ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৭৮০

কে জিতবে বাংলাদেশ না ইংল্যান্ড,পরিসংখ্যান কী বলছে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১২ ৭ জুন ২০১৯  

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে লড়াই করে হেরে যায়। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা। এ ম্যাচে প্রতিপক্ষ টুর্নামেন্টে হট ফেবারিট ইংল্যান্ড। ২ খেলায়২ পয়েন্ট ইংলিশদেরও। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে হবে দুই দলের লড়াই।

ম্যাচের প্রকৃতি নিয়ে চিন্তায় বাংলাদেশ ও ইংল্যান্ড। কার্ডিফে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়েছে। বিকালে থেমে গেলে, ফের  বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল  সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

দুর্দান্তভাবে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। শক্তিশলী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দেয় টাইগাররা।  দুর্দান্ত জয় নিয়ে ওভালেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় তারা।  তবে লড়াই করে ২ উইকেটে হেরে যায়।

একটি জয় ও হার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে সাফল্য খুবই কম। ২০ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র ৪টিতে জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।  তবে এ কার্ডিফে বাংলাদেশের অবিস্মরনীয় জয় আছে দুটি। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফির দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়াকে চমকে দেয় বাংলাদেশ। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অসিদের ৫ উইকেটে হারায় টাইগাররা।

ওই জয়ের পর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস  ট্র্রফিতে এ ভেন্যুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।  ম্যাচে সাকিব ১১৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ১০২ রান করেন।

ওই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। তাই কার্ডিফ যে বাংলাদেশকে চাঙ্গা করবে এতে কোনো সন্দেহ নেই।

২০০০ সালে প্রথম ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইতে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ১২ ম্যাচেই ইংলিশদের কাছে হেরে যায় টাইগাররা। তবে পরের আট দেখায় চারবার জয় পায়  তারা। ২০১৭ সালের ১ জুন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দেখায় ৮ উইকেটে হারে বাংলাদেশ।

বাংলাদেশের মতো দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে ইংলিশরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় তারা। । ১৪ রানে ম্যাচ হারে স্বাগতিকরা। তাই মাশরাফিদের মতো ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মরগানরা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী,, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জশ বাটলার, টম কারান, লিয়াম প্লাংকেট, লিয়াম ডসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর