ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৩৭

কেন এমন লুকে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০১ ২৫ জুলাই ২০২২  

কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাজে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে তাকে রাজার বেশে দেখা যায়। আবার তলোয়ার হাতেও দেখা যায়।

 

রোববার (২৪ জুলাই) ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আবারও কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মাথায় কোঁকড়া চুলের সঙ্গে রাখা হয়েছে গোঁফও। এমন ছবির রহস্য জানতে ব্যাকুল সমর্থকরা। 

 

ফেসবুকে সাকিবের কোঁকড়া চুলের ছবি শেয়ার করার দিনে বাংলাদেশি পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার আদনান আল রাজীব নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্রিকেটারের আরেকটি ছবি ছাড়েন। সেই পোস্টের ক্যাপশন থেকে জানা যায় সাকিবের নতুন সব লুকের ছবির কারণ। রাজীবের পোস্ট থেকে জানা যায়, সাকিব আল হাসান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করছেন। তাই উপযুক্ত চরিত্র সৃষ্টির স্বার্থেই সাকিবকে ভিন্ন সাজ দেয়া হয়েছে।

 

এর আগে গত ১৯ জুলাই ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সাকিব। শেয়ার করা ছবিগুলোর কোথাও কোথাও সাকিবকে যুদ্ধসাজে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো এরই মধ্যে ঝড় তুলেছে। ওই ছবিগুলোতে ভক্তদের, ‘কোথায় যুদ্ধ করতে যাচ্ছেন সাকিব?’ এমন প্রশ্ন ছিল।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ছুটিতে চলে যান সাকিব। যার ফলে ওয়ানডে সিরিজে অনুপস্থিত ছিলেন তিনি। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও থাকছেন না টাইগার অলরাউন্ডার।

 

এদিকে, আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর