ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
২৪২

কোহলিকে কেক মাখিয়ে ভূত করলেন সতীর্থরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৫ ৬ নভেম্বর ২০২১  

গত এক বছরে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় দলকে। বেশ কিছু বদল ঘটেছে বিরাট কোহলির জীবনেও। ভারতের বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সে জুটেছে তিরস্কারও। তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয়ের পরেই সতীর্থরা দলের অধিনায়কের জন্মদিন ধুমধাম করে পালন করলেন। নিজের ৩৩তম জন্মদিনে টস জেতা থেকেই কোহলির ওপর ভাগ্য সুপ্রসন্ন ছিল।

 

ম্যাচেও ভারত জিতে গ্রুপের মধ্যে নিজেদের নেট রান রেটে বাড়িয়ে নেয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিকে তাঁর জন্মদিন পালন করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ' আমি এইসব (জন্মদিন নিয়ে মাতামাতি) পার করে এসেছি। আমার স্ত্রী ও মেয়ে এখানে রয়েছে এবং সেটাই আমার জন্য যথেষ্ট বড় সেলিব্রেশন। পরিবারের এখানে থাকাটাই একটা বড় আর্শীবাদ আমার কাছে।'

 

তবে কোহলি জন্মদিন পালন করবেন না বললেও সতীর্থরা কী আর তাঁকে মুক্তি দেয়। জয়ের পরে সাজঘরে কেক কেটে ধুমধাম করে পালন করা হয় কোহলির জন্মদিন। নিজের জন্মদিনে যদিও মোমবাতিতে ফু দিতেই প্রথমে ভুলে যান তিনি। তারপর তাঁর পাশে থাকা দলের বর্তমান মেন্টর মহেন্দ্র সিং ধোনিকে কেক খাইয়েই শুরু হয় ড্রেসিংরুমে তাঁর জন্মদিন পালন। সচরাচর ঠিক যেমনটা ঘটে, তেমনই কোহলিকে কেক মাখিয়ে ভূত বানাতেও কিন্তু ছাড়েননি ভারতীয় দলের বাকি সদস্যরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর