ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
২৭৪

ক্যাটকে সঙ্গী করে ‘টাইগার’ হয়ে আসছেন সালমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৮ ১০ ফেব্রুয়ারি ২০২১  

ফের বড় পর্দায় আসছে টাইগার। সব অপেক্ষার অবসান ঘটিয়ে এর তৃতীয় পর্ব নিয়ে ফিরছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে করোনার কারণে শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বদলে প্রথমে ইস্তাম্বুলে তা করবে টিম টাইগার। 

 

তুমুল ব্যবসাসফল চলচ্চিত্র টাইগার সিরিজের আসন্ন কিস্তির প্রযোজনা করছেন আদিত্য চোপড়া এবং পরিচালনা করছেন মণীশ শর্মা। এ ছবির শুটিং নিয়ে বিন্দুমাত্র বিলম্ব করতে চান না আদিত্য। তাই আরব আমিরাতেরর পরিবর্তে আগে ইস্তাম্বুলের কয়েকটি মনোরম লোকেশনে তা সারতে চাচ্ছেন তিনি।

 

এরই মধ্যে পড়ি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে জোরকদমে। দুটি জায়গাতে রেকি করার জন্য টিম পৌঁছে গেছে। এ ছবিতে স্লিম লুকে দেখা যাবে সালমানকে। ইতোমধ্যে ট্রেনিং শুরু করে  দিয়েছেন তিনি। তার ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছেন রাজেন্দ্র ঢোলে। ভাইজানের প্রশিক্ষণের ওপর নজরদারি করছেন সহকর্মী রাজেশ রায়ও।

 

এখন গুণী নির্মাতা মহেশ মাঞ্জেরেকারের ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং করছেন সালমান। এতে শিখ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে একদম রূপে অভিনয় করছেন নিউ সেনসেশন আয়ুষ শর্মা। তাকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর রিমেক।

 

অন্তিমের পর খ্যাতনামা নির্দেশক প্রভু দেবার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ফিল্মে দেখা যাবে সল্লু মিয়াকে। তাতে তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন হালের ক্রেজ দিশা পাটানি। এরপর সিলভার স্ক্রিনে আসবে ‘টাইগার ৩’। স্বভাবতই সালমান-ক্যাটের ম্যাজিক দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

 

এর আগে ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিস কাঁপায়। ব্যাপক মুনাফা অর্জন করে দুই ছবিই। প্রত্যেকটিতে সালমান-ক্যাটরিনার রসায়ন ছিল দুর্দান্ত। এ জুটির রোমান্স ছিল উপভোগ করার মতো।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর