ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৯

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর চলে গেলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:২৬ ২৪ জুলাই ২০২১  

ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে/ আমি অহন রিক্সা চালাই ঢাহারর শহরে ....... জনপ্রিয় এই গানের গণসংগীতশিল্পী হেরে  গেলেন করোনার কাছে। এক সপ্তাহ করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে মুক্তযুদ্ধের বীর সৈনিক ফকির আলমগীর শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 

ফকির আলমগীরের ভাতিজা মাহবুবুর রহমান ফকির জানান, তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।


তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর  শোক প্রকাশ করেছেন। 

 

গত ১৫ জুলাই থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

 

ফকির আলমগীর একজন কণ্ঠযোদ্ধা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন।

 

অবশ্য এর আগে ষাটের দশক থেকেই গণসংগীত গেয়ে আসছিলেন তিনি। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য ভূমিকা রাখেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর