ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৯২

ঘণ্টায় ২১৯ কিলোমিটার গতিতে বল করেছেন হাসান!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ২০ নভেম্বর ২০২১  

বাংলাদেশের বিপক্ষে ঘণ্টায় ২১৯ কিলোমিটার গতিতে বল করেছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলি! শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুরে তার দ্বিতীয় বলেই এ গতি দেখা গেছে।

 

স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন ক্রিকেটভক্তরা। কারণ, ক্রিকেট ইতিহাসে এর আগে কেউ এত গতিতে বল করেননি। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ঘণ্টা ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার। এখন পর্যন্ত যা সবচেয়ে দ্রুততম।

 

অবশেষে জানা গেল, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে গতি মাপার প্রক্রিয়ায় ভুল ছিল। এজন্যই হাসানের এত গতি দেখিয়েছে।

 

বিশ্বকাপ শেষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩ ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। প্রথম ম্যাচে টাইগারদের ৪ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।

 

প্রথমে ব্যাট করে ১২৭ রান করে বাংলাদেশ। মূলত, হাসানের পেস আগুনে বড় সংগ্রহ করতে পারেনি স্বাগতিকরা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফলে ম্যাচসেরার স্বীকৃতিও উঠেছে তার হাতে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর