ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৯৬

প্রধানমন্ত্রীর ফোন

চ্যাম্পিয়নই শেষ কথা না, মন উজাড় করে খেলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩১ ১৬ মে ২০১৯  

চ্যাম্পিয়ন হওয়াই শেষ কথা নয়, মন উজাড় করে খেলাই গুরুত্বপূর্ণ। ডাবলিনে বাংলাদেশ দলকে ফোন করে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

 

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আরেকটি ফাইনাল, আরেকবার ট্রফির অপেক্ষা টাইগারদের। রয়েছে অধরা ট্রফি ছোঁয়ার তাড়না।

ঠিক এমনি মুহূর্তে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কল করেছিলেন অধিনায়ক মাশরাফিকে।

কথা বলেছেন দলের সবার সঙ্গে। জানিয়েছেন শুভকামনা।

 

ফোনকলের কথা উল্লেখ করে মাশরাফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই। অনেক সময়ই আমাদেরকে ফোন করে উনি শুভেচ্ছা জানান। বরাবরই এরকমই বলেন। কখনোই বলেন না যে এবার চ্যাম্পিয়ন হতেই হবে।

 

জাতীয় দলের অধিনায়ক বলেন, আমি যেখানেই যাই, এমনকি আমার পরিবারেও, ট্রফি জয়ের কথা বলেন সবাই। কিন্তু বাংলাদেশে মনে হয় প্রধানমন্ত্রীই একজন, কখনোই এই কথা বলেননি। গত এশিয়া কাপের ফাইনালের আগের দিনও বলেছিলেন, ‘শোনো, মানুষজন সবাই তো এত বোঝে না, আমিও খেলা তত বুঝি না। কিন্তু জানি যে ফাইনালে ওঠাই অনেক বড়। জিততেই হবে, এমন কথা নেই। তোমরা চেষ্টা করলেই আমরা খুশি।’ প্রধানমন্ত্রী যখন এরকম করে ভাবেন, বাড়তি প্রেরণা অবশ্যই জোগায়।

 

বাংলাদেশ এখনও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পারেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে হেরেছে ৬টি ফাইনাল। কেবল একটি ছাড়া আর সবকটিতে দল হেরেছে জয়ের খুব কাছে গিয়ে।

 

একেকটি শিরোপা হাতছাড়া হয়েছে আর ট্রফি জয়ের আকাঙ্ক্ষা বেড়েছে আরও। এবার শিরোপার হাতছানি দিচ্ছে আবারও।

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর